December 25, 2024, 8:47 am

Latest Post:
হযরত উমর (রা.)-এর পবিত্রময় স্মৃতিচারণ হযরত আবু উবায়দা বিন জাররাহ্ (রা.)-এর পবিত্রময় স্মৃতিচারণের বাকী অংশ মহানবী (সা.)-এর বদরী সাহাবী হযরত আবু উবায়দা বিন জাররাহ্ (রা.)-এর পবিত্রময় স্মৃতিচারণ মহানবী (সা.)-এর বদরী সাহাবী হযরত বিলাল (রা.)-এর পবিত্রময় স্মৃতিচারণের ধারাবাহিকতা মহানবী (সা.)-এর বদরী সাহাবী হযরত বিলাল (রা.)-এর পবিত্রময় স্মৃতিচারণ মহানবী (সা.)-এর বদরী সাহাবীদের (রা.) ধারাবাহিক পবিত্রময় স্মৃতিচারণ মহানবী (সা.)-এর বদরী সাহাবীদের (রা.) ধারাবাহিক পবিত্রময় স্মৃতিচারণ শিয়া ও সুন্নীদের মধ্যকার মতভেদের মীমাংসায় যুগ ইমাম আহমদীয়া মুসলিম জামা’তের বিশ্ব-প্রধানের সাথে দু’টি ভার্চুয়াল সভার সম্মান লাভ করলো লাজনা ইমাইল্লাহ্ হল্যান্ড মহানবী (সা.)-এর বদরী সাহাবীদের (রা.) ধারাবাহিক পবিত্রময় স্মৃতিচারণ
একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আহমদীর লাশ রাস্ট্রীয় মর্যাদায় দাফন

একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আহমদীর লাশ রাস্ট্রীয় মর্যাদায় দাফন

আহমদীয়া মুসলিম জামা’ত, চট্টগ্রামের সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ পাটোয়ারী সাহেবের লাশ রাস্ট্রীয় মর্যাদায় দাফন।

চাঁদপরের হাইমচরের মরহুম আব্দুল জব্বার পাটোয়ারীর ছেলে মরহুম শহীদুল্লাহ পাটোয়ারী  আজ (১২জুন) সকাল ৮:৩০ বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৩ বছর।

শহীদুল্লাহ পাটোয়ারী ছিলেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী। তিনি জীবনবাজী রেখে আমাদের জন্য স্বাধীনতা –সার্বভৌমত্ব ছিনিয়ে এনেছিলেন। গত কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। এরই এক পর্যায়ে আজ (১২জুন ২০২০) সকাল ৮টায় তিনি চট্টগ্রামস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জুমুআ আহমদীয়া মুসলিম জামা’ত চট্টগ্রামের কমপ্লেক্সে জানাযা শেষে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় আহমদীয়া গোরস্থানে দাফন করা হয়েছে। চট্টগ্রাম পুলিশের চৌকস একদল পুলিশ মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




This site is not the official site of Ahmadiyya Muslim Jamat. This site has been created by a follower of Hazrat Imam Mahdi (PBUH) only for share the message of Mahdi(pbuh)
আহমদীয়া মুসলিম জামাত সম্পর্কে বিস্তারিত জানতে Alislam.org