November 16, 2024, 7:26 am
বিশ্বব্যাপী মহাবিপর্যয়ে নেমেছে করোনা ভাইরাস। বিশ্বের প্রায় সব দেশেই
ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা
১০ হাজার ছাড়িয়েছে। এ পরিস্থিতিতে নিখিলিবিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের
বর্তমান খলীফা হযরত মির্যা মসরূর আহমদ (আই.) করোনার আক্রমণ থেকে রক্ষায় ঔষধ
ও নির্দেশনা প্রদান করেন। যেমন-
১. সরকার প্রণীত নিয়ম-নীতি মেনে চলুন।
২. বয়স্করা নিজেদের দিকে বিশেষভাবে খেয়াল রাখুন। ৩. বয়স্কদের বাসা-বাড়ি
থেকে বের না হওয়াই ভাল। ৪. জুমুআর নামায নিজেদের মসজিদেই আদায় করুন। জুমুআর
নামায আদায়ের জন্য দূরে কোথাও যাতায়ার করার দরকার নেই। ৫. মহিলারা এ ক’দিন
মসজিদে যাবেন না, বাড়িতেই থাকুন। ৬. ছোট-বড় সকলেই পর্যাপ্ত বিশ্রাম নিন
এবং রাতে ভালমত ঘুমান। ৭. বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন, বিশেষ করে
প্রিজারভেটিভ দেয়া সামগ্রী পরিহার করুন, যেমন চিপ্স। ৮. সারাদিন অনেক বেশি
করে পানি পান করুন। ৯. হাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। হ্যান্ড স্যানিটাইজার
না পেলে সাবান দিয়ে হাত ভালভাবে ধৌত করুন। ১০. অযু পরিষ্কার-পরিচ্ছন্নতার
মাধ্যম, নিয়মিত ওযু করুন। ১১. মুখ রুমাল বা টিস্যু দিয়ে ঢেকে হাঁচি দিন।
১২. ব্যক্তিগত ও পরিবেশের পরিষ্কার-পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ। ১৩. সকল
অসুস্থ লোকের জন্য দোয়া করুন, আল্লাহতায়ালা যেন পৃথিবীর সকলকে রক্ষা করেন।
আল্লাহতায়ালাই আমাদের রক্ষক।
Leave a Reply