November 16, 2024, 4:07 pm
ইমাম মাহ্দী (আঃ) সম্পর্কে একজন ওলী আল্লাহ্র দিব্যদর্শন – A Muslim Saint’s kashf (vision) regarding Imam Mahdi (as)
হযরত শাহ্ নেয়ামতুল্লাহ্ ওলী (রহঃ) হিজরী ৫৬০ সনে মারা গেছেন। তিনি একজন
ওলী আল্লাহ্ ছিলেন। তিনি বহু কাসিদা লিখে গেছেন যা বিভিন্ন সময়ে বিভিন্ন
জায়গায় প্রকাশিত হয়েছে। যেমন, (ক) তারিধে বেলুচিস্তান (খ) আরবায়ীন ফি
আহওয়ালিল মাহদীয়ীন (প্রকাশ কাল, ১৮৬০ খৃস্টাব্দ)।
এই কাসিদায় তিনি ঐশী জ্ঞানের
ভিত্তিতে লিখেছেন যে, যিনি মসীহ্ বা মাহ্দী হয়ে যাহির হবেন তাঁর নাম
আ-হ-ম-দ, অর্থাৎ নাম ‘আহমদ’ হবে, তিনি হযরত রাসূল (সাঃ) এর অনুরূপ হবেন।
তাঁর এক স্বনামধন্য পুত্র হবে। ইত্যাদি। এই কাসিদার একটি অংশের বাংলা
অনুবাদ ইসলামী একাডেমী ঢাকার পত্রিকায় (২য় বর্ষ, পৃঃ৪৭৮-৪৮৬) প্রকাশ হয়েছে।
এখানে দেখুনঃ
“আমি আল্লাহ্র কুদরত দেখছি-
আমি জ্যোতিষ বলে দেখছি না,
অনুপ্রেরণায় দেখছি।
আমি দেখছি চোখ মেলে খোরাসান,
মিশর, সিরিয়া, ইরানের দিকে,
আমি সবখানেই কেবল বিশৃংখলা ও যুদ্ধ দেখছি।
আমি দেখছি হীন বংশের লোক
অকেজো শিক্ষা নিয়ে
আজ মোল্লা মৌলভীরা আলখেল্লা পরছে।
আমি দেখছি ধর্মপ্রাণ লোকেরা দেশত্যাগী হয়েছে
আর দেশগুলো দুষ্টলোকের আবাসস্থল হয়ে উঠেছে
চাঁদ তার চাঁদনী হারিয়ে আঁধার হয়ে যাবে
সূর্যটাও হারিয়ে ফেলবে তার তেজ
দুঃখ করো না, আমি বন্ধুকে প্রত্যক্ষ করছি, সে আসছে,
শীতের প্রখরতা কেটে গিয়ে পর
বসন্ত আসে সূর্যের সব গতিময় প্রদীপ্ত হয়ে।
আকৃতি স্বভাবে তিনি রাসূলের সমতুল্য।
সত্য ইমাম আবার উদয় হবেন
আর সারা জাহানে রাজত্ব করবেন।
আমি দেখছি ও পড়ছি আ-হ-ম-দ-
আমি দেখছি মাহ্দী ও ঈসাকে।”
Leave a Reply