November 17, 2024, 5:02 am
মহানবী (সা.)-এর অতুলনীয় জীবনাদর্শের ওপর মনোজ্ঞ আলোচনা সভা:আজ ঢাকার
মাদারটেক আহমদিয়া জামে মসজিদে এক মনোজ্ঞ সীরাতুন নবী (সা.) জলসার
আয়োজন করে আহমদীয়া মুসলিম জামাত ঢাকা। আহমদী মুসলমানরা বছরব্যাপী দেশের
বিভিন্ন প্রান্তে নবী করীম (সা.)এর জীবনের উপর আলোচনা সভার আয়োজন করে
থাকে। আজ ২৭ ডিসেম্বর শুক্রবার জুমুআর নামাজের পর আহমদিয়া মুসলিম জামাত
ঢাকার আমীর আলহাজ্জ মীর মুহাম্মদ আলীর সভাপতিত্বে পবিত্র কুরআন
তেলাওয়াতের মাধ্যমে এই মহতী জলসার কার্যক্রম শুরু হয়। জলসায় মহানবী
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর উত্তম জীবনাদর্শ এবং অতুলনীয় শান মোকাম ও
মর্যাদা বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সেন্ট্রাল বাংলাডেস্কের ইনচার্জ লন্ডন প্রবাসী
মাওলানা ফিরোজ আলম, অ-মুসলিমদের সঙ্গে মুসলিমদের শান্তিপূর্ণ সহাবস্থান ও
সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানব ঐক্য এই বিষয়ে প্রাণসঞ্চারী ভাষণ
প্রদান করেন আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ
মাওলানা আবদুল আউয়াল খান চৌধুরী। পরে সভাপতির ঈমান উদ্দীপক ভাষণ এবং
মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়ার মাধ্যমে সীরাতুন নবী
(সা.) জলসা সমাপ্ত হয়।
এতে প্রায় চার শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেয়।
Leave a Reply